শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

শহীদুজ্জামান রোমানকে হুমকির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

প্রকাশঃ ০৪ অগাস্ট, ২০১৯ ০৭:১৫:৪৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:২৯:০৭  |  ২০০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও সিএনজি চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমানকে চাঁদা দাবি করে হুমকি দেয়ার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিএনজি অটোরিক্সা চালক সমিতি।

গত ২ আগষ্ট দুটি আলাদা নম্বর থেকে উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানের কাছ থেকে একটি আঞ্চলিক দলের পক্ষে চাঁদা দাবি করা হয়, চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়, এমন অভিযোগ এনে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আজ সকাল সাড়ে ১০টায় সিএনজি অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বনরুপা পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিএনজি চালক অটোরিক্সা সমিতির সভাপতি পরেশ মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক হালিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ব্য দিন দিন বাড়ছে, এরা সাধারন মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি কাউকে চাঁদা থেকে রেহাই দিচ্ছে না। আগে একটি গ্রুপ করে চাঁদা দিলে হতো আর এখন ৪টি গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে মোবাইলের সুত্র ধরে চাঁদাবাজকে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions