শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

সাংগু নদীতে গোসল করতে গিয়ে গৃহীনি নিখোঁজ

প্রকাশঃ ১৮ জুন, ২০১৯ ০৬:৩৫:৩৫ | আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ ০৬:৪৯:৫৯  |  ৯০৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সাংগু নদীতে গোসল করতে গিয়ে এক গৃহীনি নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টায়  বান্দরবান সদরের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর নিবাসী খুরশিদা বেগম (৪০) নামে এই গৃহীনি সাংগু নদীতে গোসল করতে গেলে পা পিঁছলে পানিতে পড়ে যায়।

এদিকে খুরশিদা বেগম পানিতে পড়ে যাওয়ার পর স্থানীয়রা নদীতে অনেক খোঁজখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাকে উদ্ধারে নামে।
 
বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো:ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সকাল আটটা থেকে খুরশিদা বেগমকে উদ্ধারে সাংগু নদীতে অভিযান শুরু করি এখনো তার কোন হদিস পাওয়া যায়নি। তিনি আরো জানান,চট্টগ্রাম থেকে ডুবুরির একটি বিশেষ দল বান্দরবান আসছে ,ডুবুরির দলটি বান্দরবান আসলে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো তরান্বিত করতে পারবো।
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions