শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

লামায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ জুন, ২০১৯ ০১:৩০:২৮ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৩:০০:৫২  |  ৯১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৯ উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা নাহা রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, লামা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়াও ব্র্যাক এনজিও সংস্থার উপজেলা ম্যানেজার মোঃ জসীম, এনজেড একতা মহিলা সমিতির ম্যানেজার তোফাজ্জল হোসেন, সূর্যের হাসি ক্লিনিকের উপজেলা ম্যানেজার, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সাংবাদিক, ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রূপন কান্তি চৌধুরী এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। লক্ষ্যমাত্রা সম্পর্কে অবগত করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদুল হক বলেন, যেখানেই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সুযোগ থাকবে সেখানেই বাচ্চাদেরকে এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে যে শিশুর পরিপূর্ণভাবে ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে এমন নয়। পাশাপাশি ভিটামিন এ সমৃদ্ধ পরিপূরক খাবার খাওয়ানোর জন্যও পরামর্শ দেওয়া হবে। শিশুর অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুর মৃত্যু  প্রতিরোধ করার লক্ষে সরকার প্রতিবছর ২বার  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আয়োজন করে থাকে।

প্রসঙ্গত আগামী ২২ জুন’২০১৯ইং সারাদেশের ন্যায় লামা উপজেলার ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক এ সময় উপজেলা প্রশাসন, চেয়ারম্যানবৃন্দ ও উপস্থিত সকল অংশগ্রহণকারীর কাছে সফলভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions