শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

অপহরণের তিন বছরেও সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা মংপু’র

প্রকাশঃ ১৩ জুন, ২০১৯ ০১:৩০:০১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:১৫:২১  |  ৮১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংপু মারমা অপহরণের তিন বছর পূর্ণ হলো ১৩ জুন। আজো তার সন্ধান মেলেনি, তার স্মরণে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে বান্দরবান সদর উপজেলার বাঘমারা জামছড়ি এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং মারমা।

এতে বক্তারা মংপু অপহরণ ঘটনার জন্য আবারো পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএসকে দায়ী করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাাব জানান। এসময় পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার ও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ  নেতাকর্মীদের হত্যার বিচার দাবি জানান নেতৃবৃন্দ।

বাচনু মারমার সভাপতিত্বে সমাবেশে ক্যসিং শৈ মারমা, মংনু মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত ২০১৬ সনে ১৩ জুন সদর উপজেলার জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদর উপজেলার সাবেক সহ-সভাপতি মংপু মারমাকে অপহরণ করে সন্ত্রাসীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions