বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

লামায় চোলাই মদসহ আটক ১

প্রকাশঃ ০৯ জুন, ২০১৯ ১২:৪৪:১০ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১২:২৪:১৯  |  ৬৮৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাঁজা এলাকা হতে ২২ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক অজয় দে (৪৫) চকরিয়া উপজেলার ডুলাহাজারা (৮নং ওয়ার্ড) পাগলির বিল এলাকার হৃদয় দে এর ছেলে।

রোববার (৯ জুন) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাঁজা সড়ক থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজয় দে হারগাঁজা থেকে নিয়মিত চোলাই মদ পাচার করে আসছিল। রোববার দুপুরে চোলাই মদের একটি চালান আসছে এমন খবর পেয়ে পুলিশ ভাড়াটিয়া একটি মোটর সাইকেল যোগে যাত্রা পথে পাচারকারীকে আটক করে। এসময় অজয় দে এর ব্যাগে পানির বোতল ও টাইগারের বোতল ভর্তি ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।   

লামা থানার উপ-পরিদর্শক মোঃ আয়াতুল্লাহ সঙ্গীয় পুলিশ সহ তাকে আটক করে লামা থানায় নিয়ে যায়।

জানা যায়, হারগাজা এলাকায় দেশীয় চোলাই মদের কারখানা রয়েছে। বিশেষ করে উপজাতি পাড়া গুলোতে মদ তৈরি হয়। এতে করে হারগাজা থেকে মদ পাচার ও সেবন অ প্রতিরোধ্য হয়ে পড়েছে। সেবনে জড়িত রয়েছে গাড়ি চালক, হেলপার, উঠতি বয়সের যুবক-কিশোরসহ এলাকার প্রভাবশালী ও ব্যবসায়ীরা।
 
থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আয়াতুল্লাহ বলেন, স্থানীয়দের সহযোগিতায় হারগাঁজা থেকে ব্যাগ ভর্তি চোলাই মদসহ অজয় দে  নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।
 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions