শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্য ধান ক্রয়ের দাবিতে রাঙামাটিতে বিএনপির স্বারকলিপি (ভিডিওসহ)

প্রকাশঃ ২১ মে, ২০১৯ ০৫:৫৯:২৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:৩১:১১  |  ১০৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছ থেকে নয় সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে ধান ক্রয়ের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
আজ  মঙ্গলবার  সকাল ১১টায় রাঙামাটি জেলা বিএনপি রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এর কাছে স্বারকলিপি প্রদান করে। এসময় জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বারকলিপিতে বলা হয়, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে, সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১০৪০ টাকা প্রদান করলেও মধ্যসত্বভোগীদের দৌরাত্বে কৃষকরা ন্যায্য মুল্য পাচ্ছে না, প্রতিবাদে কৃষকরা ধান ক্ষেতে আগুন দিচ্ছে। কৃষকদের রক্ষা করতে না পারলে দেশে দুর্যোগ নেমে আসবে , ১৭ কোটি মানুষ না খেয়ে মরবে। তাই বিএনপি সরকারের কাছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানাচ্ছে, এছাড়া বিএনপির ২৬টি পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছে।  

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions