মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

রেইছা বৌদ্ধ বিহারে বুদ্ধ পুর্ণিমা পালন

প্রকাশঃ ১৮ মে, ২০১৯ ০৬:২৯:৩৮ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১১:৪৭:১৫  |  ৮৬৩
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় বান্দরবান সদর উপজেলার রেইছা সইত বৌদ্ধ বিহারে পালিত হয়েছে শুভ বৌদ্ধ পূর্নিমা ২০১৯। বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু, ও বুদ্ধত্ব লাভের স্মৃতিবিজড়িত তিথি হিসেবে বৌদ্ধ পূর্নিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন।

এ উপলক্ষ্যে বিহারে সকাল থেকে ফুল পুজা, ফল দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মুর্তি দান, ধর্মদেশনা, শীলগ্রহনসহ নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছে বৌদ্ধ সম্প্রদায়ের সকল উপাসক/উপাসিকা।
উক্ত মহতী অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রেইছা সইত বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ য়াইনা সারা ভান্তে, রোয়াজা পাড়া বিহার অধ্যক্ষ না গাহ ছেহনা ভান্তে সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিজেদের পুন্যলাভ এবং দেশ ও জাতির সুখ শান্তি কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন। পরে বোধি বৃক্ষেই উপস্থিত সকলে চন্দন জল ( পবিত্র জল) ঢালেন।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ পূর্নিমার দিনব্যাপী আনুষ্ঠানিকতা।

সংবাদটি প্রেরক: সুজন মারমা সুজন, সিএইচটি টুডে ডট কম এর নিয়মিত পাঠক

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions