শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে মর্টার সেল বিস্পোরনে ১ সেনা সদস্য নিহত, আহত ৮

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৭:৩৪:৩৩ | আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ ০৮:২৭:৩৬  |  ১০২৮
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবানে সুয়ালকের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত মর্টার শেল (বোমা) বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। শুক্রবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)।  আহতরা হলেন- সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।
জানা গেছে, হতাহতরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। এর পর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন।
হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনা পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions