বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

প্রকাশঃ ০৯ মে, ২০১৯ ০১:৩৮:৪৬ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:৩৭:৪৪  |  ৭০৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গনযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আ'লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions