শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে রাঙামাটি জেলা প্রশাসকের বাজার পরিদর্শন

প্রকাশঃ ০৭ মে, ২০১৯ ০১:৪৫:২৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১০:০৯:৪০  |  ১০৭৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্য মুল্যর স্থিতিশীল রাখতে আজ বিকালে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ নিজেই বাজার তদারকিতে নেমে পড়েছেন। বিকাল ৪টার পর জেলা প্রশাসক প্রথমে বনরুপা বাজার পরিদর্শন করেন। এসময় বাজারের সবজি, মাছ, মাংস, ফল বিক্রেতাদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসকের সাথে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ছুপি উল্লাহসহ বেশ কয়েকজন প্রতিনিধি, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক তবলছড়ি এবং রিজার্ভ বাজার এলাকার বাজার পরিদর্শন করেন।

বিভিন্ন বাজার পরিদর্শনকালে  জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বাজার মূল্য যাচাই করেন এবং কোন প্রকার বেজাল দ্রব্য  যাতে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি না করেন  তার উপর কড়া নির্দেশ দেন।  এছাড়াও কেউ যাতে চড়া মূল্যে পণ্য বিক্রি করতে না পারে   এই বিষয়টিও কড়া নজর দারীতে রাখা হবে বলে জানান তিনি ।

 এই ধরণে অভিযান সারা রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসক।  তিনি আরো বলেন, সাধারণ ভোক্তারা যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয় তার জন্য এই উদ্যেগ গ্রহণ পাশাপাশি সাধারণ জনগনকেও তাদের অধিকার সর্ম্পকে সচেতন থাকার পরামর্শ  দেন।

এছাড়া তিনি ভেজাল বিক্রেতা এবং দ্রব্যমুল্যর অতিরিক্ত দাম যারা নিবে তাদের আইনের আনার ঘোষণা দেন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions