শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিসহ ৩ পার্বত্য জেলায় নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা শপথ নিচ্ছেন ২৫ এপ্রিল

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০১৯ ০১:৩০:৪৬ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০২:৩৬:১৪  |  ৩১৯২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত ১৮ মার্চ পঞ্চম ধাপে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় নব নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শপথ আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার এই শপথ বাক্য পাঠ করাবেন।

শপথের বিষয়টি নিশ্চিত করে গত ১৬ এপ্রিল নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাছে শপথ গ্রহণের বিষয়ে চিঠি পাঠিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান। তিনি বলেন, সবার ভালোবাসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, বৃহস্পতিবার শপথ নিব, এর পর উপজেলাবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করব।
এবার উপজেলা নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলার মধ্যে আওয়ামীলীগ ৫টি, মুল জেএসএস ৩টি এবং জেএসএস সংস্কার ২টি পেয়েছে।  

যারা চেয়ারম্যান হিসেবে শপথ নিবেন তারা হলেন, রাঙামাটি সদরে আওয়ামীলীগের মো. শহীদুজ্জামান মহসিন রোমান, কাউখালীতে আওয়ামীলীগের সামশু দোহা চৌধুরী, কাপ্তাইয়ে মো. মফিজুল হক ও লংগদুতে আবদুল বারেক সরকার, রাজস্থলীতে আওয়ামীলীগের উবাচ মারমা,  জুড়াছড়ি উপজেলায় চেয়ারম্যান জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুরেশ কুমার চাকমা, বিলাইছড়িতে জেএসএস সমর্থিত স্বতন্ত্র বীরুত্তম তংচঙ্গ্যা, বরকলে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিধান চাকমা,  বাঘাইছড়িতে জেএসএস সংস্কারবাদী (এমএন লারমা) গ্রুপের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা ও  নানিয়ারচরে জেএসএস সংস্কারবাদী (এমএন লারমা) গ্রুপের আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রগতি চাকমা।



এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions