শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

লামায় পিকআপ দূর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০১৯ ১২:২২:৩৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:২৩:১৮  |  ৭৯৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবানের লামায় পিকআপ দূর্ঘটনায় শিশু নিহত ও নারী সহ ৩জন আহত হয়েছে।  দুপুর ১২টায় লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং-সরই সড়কের মেরাইত্তা নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত মিয়া (৭) লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড অংসার ঝিরি এলাকার মনসুর আলমের ছেলে।

আহতরা হল, নিহত শিশুর মা রেহেনা বেগম (৩৮), রেহেনা বেগমের মা মনোয়ারা বেগম (৬০) ও পিকআপ ড্রাইভার আবুল কালাম।

নিহত শিশুর পিতা মনসুর আলম জানান, লুলাইং-সরই রোডের মেরাইত্তা নামক পাহাড়ে উঠার সময় গাড়ির গিয়ার পরিবর্তন করতে গিয়ে যান্ত্রিক সমস্যা দেখা দিলে পিকআপটি পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় আমার ছেলে আরাফাত মিয়া সহ ৪ আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে আমার ছেলে আরাফাত মারা যায়। আহত রেহেনা বেগম, মনোয়ারা বেগমকে চকরিয়ার মালুমঘাট খিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। অপরদিকে ড্রাইভার আবুল কালামকে সরই বাজারে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার সত্যত্বা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions