শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

তংচঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০১৯ ০৭:৩৭:৫৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৫২:৫৫  |  ১২১২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার  সকালে তংচঙ্গ্যা  সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে  এক আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। আসুন ঐতিহ্যকে ধারণ ও লালন করি, আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন, ধর্ম যার যার উৎসব সবার।

এমন ব্যানার পেষ্টুন নিয়ে শোভাযাত্রায় ঐতিহ্যবাহি তংচঙ্গ্যা পোষাকে নানা রংঙে সজ্জিত শত শত তংচঙ্গ্যা নারী পুরুষ বড়ইছড়ি বাজার হতে শোভাযাত্রায় অংশ নিয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদিক্ষন করে উপজেলা শহীদ মিনারে আলোচনায় মিলিত হয়।

ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমূহের মতে, বিষু মানে আনন্দ, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর চেতনার নতুন প্রেরণা। তাই এবার অভাব-অনটনের মধ্যেও যথারীতি উৎসবের আয়োজন করা হয়েছে।

বিষু উদযাপন কমিটির আহবায়ক দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সদস্য শান্তনা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, হেডম্যান অরুন তালুকদার সহ আরও অনেকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions