বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ০৯ এপ্রিল, ২০১৯ ০১:৩১:৫৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০১:৫৫:৫০  |  ১৫২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিষাক্ত এ্যামোনিয়া, বাসি-পচা জেলি এবং কালো হওয়া তেল ব্যবহারের অভিযোগে রাঙামাটি শহরের দুটি বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে  রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পল্লব হোম দাস এর নেতৃত্বে ভেদভেদী এবং মানিকছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভেদভেদীস্থ সুমন বেকারিতে বিষাক্ত এ্যামোনিয়া, বাসি, পচা, জেলি এবং একাধিকবার ব্যবহৃত প্রচন্ড কালো তেল পাওয়া যায়। এসব জিনিস বেকারিতে প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যে ব্যবহৃত হওয়ায় ঐ বেকারীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৫ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  এছাড়া মানিকছড়িতে জননী কুলিং কর্ণারে মেয়াদ উত্তীর্ণ কেক, বিস্কুট এবং বাসি পচা খেজুর প্যাকেটজাত করে রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions