বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
জুরাছড়িতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি

প্রকাশঃ ২৬ মার্চ, ২০১৯ ১২:৪২:৪৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:৩৫:০৫  |  ১১৯৪
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এই দেশকে সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। আজ জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি জোন অধিনায় লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি একথা বলেন।

জোন অধিনায়ক অরো বলেন, বিগত ১৮ মার্চ সারা দেশে অনুষ্ঠিত ২য় দাফে উপজেলা পরিষদ নির্বাচনে সারা দেশের মধ্যে জুরাছড়ি উপজেলায় শান্তিপূন্য ও একে অন্যের ভৃতিত্বপূর্ন মনোভাবে মাধ্যমে ভোট সম্পন্য করা হয়েছে। এছাড়া সাধারণ ভোটারদের সতেশপূর্ন অংশগ্রহন প্রশাসনকে মুগ্ধ করেছে।

এ সময় রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোরশেদুল আলমের ধারা চঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জোন উপ-উপঅধিনায়ক মেজর ইয়াসির সারোয়ার, মেজর সাফি, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, সরকারী বেসরকারী কর্মকর্তা প্রমূখ।

এর আগে মঙ্গলবার দিবসের প্রথম প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা, আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রধানরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions