শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রুমায় তিন জেএসএস নেতা গ্রেফতার

প্রকাশঃ ২৫ মার্চ, ২০১৯ ০২:০৭:৪০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:০৯:২১  |  ১০৬১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমায় তিন জেএসএস কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার সকাল ৯টায় বান্দরবানের রুমা বাজার থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। এরপর তাদের রুমা থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- জেএসএসের রুমা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি থোয়াইসানু মারমা (৪৬), পাইন্দু ইউপির সাবেক চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা (৪৭) ও ভূমি বিষয়ক সম্পাদক লালরাম বম (৪২)। গ্রেফতারের পর  দুপুরে তাদেরকে বান্দরবান আদালতে প্রেরন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে।
 
জানা গেছে, রুমায়  শেষ হওয়া উপজেলা পরিষদ নিবার্চনে দায়িত্বরত কর্মকর্তাদের হুমকিসহ এই তিনজনের বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু মামলা ছিল, এসব  অভিযোগে জনসংহতি সমিতি (জেএসএস)-এর তিন নেতাকে আটক করা হয়। 

রুমা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কাসেম জানান, গ্রেফতারকৃতদের আগে থেকে মামলা আছে , এছাড়া ভোটের সময় হুমকি দেয়ায় তাদের গ্রেফতার করা হয়।
 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions