শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে ভোট গ্রহনকারী শিক্ষকরা সন্ত্রাসী হামলার আতঙ্কে ভুগছে

প্রকাশঃ ২০ মার্চ, ২০১৯ ০৮:৫৩:৫৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:৪৫:০৮  |  ৯৭৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। পঞ্চম উপজেলা নির্বাচন শেষে গত সোমবার ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফিরার পথে বাঘাইছড়িতে  সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭জন নিহত ও ২৫জন আহত হওয়ার ঘটনায় বর্তমানে কাপ্তাইয়ে শিক্ষক সমাজ শঙ্কায় রয়েছে। প্রতি পদে পদে হুমকি, ধমকি সহ সন্ত্রাসীদের অস্ত্রের ঝলকানির আতঙ্ক আর শঙ্কা নিয়ে ভালো নেই স্থানীয় শিক্ষকরা। এসব অস্ত্রবাজদের বিরুদ্ধে পাহাড়ে চিরুনী অভিযান পরিচালনা বর্তমানে জরুরী হয়ে পড়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্বারকলিপিতে এসব কথা জানান কাপ্তাইয়ের শিক্ষক সমাজ।

এর আগে রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭জন সহ আরও অনেকে আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তিন পার্বত্য জেলায় নিরাপদ পরিবেশ সৃষ্ঠির দাবিতে কাপ্তাই উপজেলা শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে এক প্রতিবাদ সভা ও পরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, বড়ইছড়ি নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান বাবু। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions