শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

কাপ্তাই শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী

প্রকাশঃ ০৪ ফেব্রুয়ারী, ২০১৯ ০১:২৫:৫৪ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৮:০৫:৫২  |  ১১৬৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাইয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে হত্যার দায় স্বীকার করেছে প্রাইভেট শিক্ষক উমবাচিং মং মারমা। আজ সোমবার বিকালে  রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ আহম্মদের আদালতে তিনি এই জবানবন্দী দেন।

প্রসঙ্গত: শনিবার ভোরে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের পূর্ব-কোদালা উমবাচিং মারমার বাসায় প্রাইভেট পড়তে যায় চার শিশু। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রাইভেট পড়ানো শেষে অপর তিন শিশুকে ছুটি দিলেও তৃতীয় শ্রেণিতে পড়–য়া ওই শিশুকে থাকতে বলে উমবাচিং। পরে শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু শিশুটি চিৎকার শুরু করলে হত্যা করে শিক্ষক নামে নরপিচাশ উমবাচিং মং মারমা।পরে শিশুটিকে নদীতে ফেলে দেয়ার সময় এলাকাবাসী গনপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এদিকে আদালতে জবানবন্দি শেষে জেলা হাজতে প্রেরন করে।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত)  শফিউল আজম জানান, ধর্ষনে র্ব্যথ হয়ে শিশু শিক্ষার্থীকে হত্যার দায় স্বীকার করছে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক উমবাচিং মং মারমা। জবানবন্দী দেয়ার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয়। 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions