কাপ্তাই সার্কেলের এএসপি আসলাম ইকবাল আর নেই
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০১৮ ০৯:০০:২৭
| আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ১১:৩৫:৫৪
|
১৫৮৯
সিএইচটি টুডেডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি আসলাম ইকবাল (৫৫) (ইনালিল্লাহি --রাজেউন) আর নেই। শনিবার সকালে বুকে হঠাৎ প্রচন্ড ব্যাথা অনুভব করলেও তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন। চমেক হাসপাতালে দুপুর সাড়ে ১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর হঠাৎ মৃত্যুতে কাপ্তাইয়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ভালো মনের একজন মানুষ ছিলেন। তার ব্যবহার অমায়িক ভালো ছিল। ।
কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি আসলাম ইকবাল কাপ্তাইয়ে প্রায় সাড়ে তিন বছর যাবত সুনাম ও সততার সঙ্গে চাকরি করছেন। তিনি শেরপুর জেলার নলিতাবাড়ি থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। মৃত্যুর সময় তিনি ২ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যায়।
এদিকে শনিবার জোহরের নামাযের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন এলাকায় তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।