বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

প্রকাশিত সংবাদে ভিন্নমত, ২ মাস পর বনরুপা ব্যবসায়ী সমিতির নির্বাচন হবে

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০২২ ০১:৩৩:৩৯ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০২:৩৭:১৯  |  ৫৯৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম এ গত ৪ অক্টোবর প্রকাশিত “ রাঙামাটি শহরের বনরুপা ব্যবসায়ী সমিতির দ্রæত নির্বাচন দাবি” শীর্ষক সংবাদের সাথে ভিন্নমত প্রকাশ করে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দসহ কমিটির ১২জন সদস্য।

বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ ও সাধারন সম্পাদক তাপস দাস এক বিবৃতিতে বলেন, রাঙামাটিতে পাহাড়ধব্বস ও বিশ^ব্যাপী মহামারি করোনার কারনে মানুষের ন্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যথারীতি কার্যক্রম চলতে থাকে, সমিতির অধিকাংশ নেতৃবৃন্দ নির্বাচনসহ  সমিতির গুরুত্বপুর্ন বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করি। তবে নির্বাচনের তারিখ ও নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। কিন্ত কতিপয় ব্যাক্তি সমিতির নেতৃবৃন্দের স্বাক্ষরের কাগজে মনগড়া সিদ্ধান্ত লিখে তা গণমাধ্যমে প্রকাশ। সংবাদ জানতে পারি উক্ত সিদ্ধান্তা সমবায় অফিসেও জমা দেয়া  হয়েছে। এই ধরনের কোন সিদ্ধান্ত সমিতির নেতৃবৃন্দ লিখিতভাবে করেননি। আমরা উক্ত সংবাদের প্রতিবাদ  জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, সমিতির নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন ও অর্ন্তবর্তীকালীন কমিটির নামের তালিকা যথাসময়ে প্রকাশ করবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু সৈয়দ, সাধারন সম্পাদক তাপস দাশ, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি ডা: গঙ্গা মানিক,  যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম মিন্টু, মো: খালেদ মাসুদ, তথ্য ও প্রচার সম্পাদক হালিম শেখ,  দপ্তর সম্পাদক মো: ইউনুচ, কার্যকরী সদস্য মাসুদ রানা, মো: বেলাল হোসেন ও বিকাশ ধর প্রমুখ।
 
বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তাপস দাশ জানিয়েছেন, নির্বাচন বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, আগামী ২/৩ মাসের অন্তবর্তীকালীন কমিটি গঠনসহ নির্বাচন হবে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions