রবিবার | ০১ অক্টোবর, ২০২৩

কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০২২ ০১:০৭:৫৬ | আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৬:২২  |  ৯২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে রুবায়েত রশিদ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলাধীন কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু এ ঘটনা ঘটেছে। এদিকে বিকাল সাড়ে ৫টার পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার (৬ আগস্ট) দুপুরে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরতে বের হন চট্টগ্রাম থেকে বেড়াতে আসা চার বন্ধু। পরে দুপুর আড়াইটার দিকে হ্রদে গোসল করতে নেমে তলিয়ে যান রুবায়েত রশিদ। তিনি চট্টগ্রামের কাট্টলী এলাকার বাসিন্দা এবং দুবাই প্রবাসী।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান ওই যুবক, খবর পেয়ে আমরা আমরা বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।

এদিকে, রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions