বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাঙামাটি আসছেন

সেনাবাহিনীর প্রত্যাহারকৃত ক্যাম্পে বসছে এপিবিএন পুলিশের ক্যাম্প

প্রকাশঃ ২৫ মে, ২০২২ ০১:২১:৪৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:০২:২৭  |  ১৭৯৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার রাঙামাটি সফরে আসছেন। সফরকালে তিনি বরকল উপজেলা পরিদর্শন, সন্ধ্যায় বিশেষ আইন শৃঙ্খলা সভা এবং বৃহস্পতিবার সকালে তিন পার্বত্য জেলার এপিবিএন এর সদর দপ্তর উদ্বোধন করবেন ।

মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান প্রেরিত সফর সুচী থেকে এই তথ্যে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা দিবেন, দুপুর ১২টায় রাঙামাটির সার্কিট হাউজ থেকে নৌ ভ্রমণের উদ্দেশ্যে নৌ পথে বরকল রওয়ানা দিবেন। সন্ধ্যায় সাড়ে ৭টায় তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় রাঙামাটির পুলিশ লাইন্স সুখী নীলগঞ্জে তিন পার্বত্য জেলায় ডিআইজি এপিবিএন এর সদর দপ্তরের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। এরপর তিনি কক্সবাজারের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওয়ানা দিবেন।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পে এপিবিএন পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এর আগে ২০১৯ সনের ১৭ অক্টোবর রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছিলো। সে সভায়  স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাহাড়ে অস্ত্রবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পে পুলিশ ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছিলেন।
বিভিন্ন সুত্রে জানা গেছে, গত ১৭ মে স্বরাষ্ট্রমন্ত্রনলায়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেনের সভাপতিত্বে  এতে বিভিন্ন কর্মকর্তাসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র সচিব মো: আখতার হোসেন জানান, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য জেলায় সেনাবাহিনীর ছেড়ে আসা ক্যাম্প সমূহে পর্যায়ক্রমে পুলিশ মোতায়েনের লক্ষ্যে এপিবিএনের ডিআইজি অফিস,  এপিবিএন এর তিনটি সদর দপ্তর এবং  প্রস্তাবিত ৩০টি ক্যাম্পের মধ্যে ৩টি ক্যাম্পের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠান কাল ২৬ মার্চ বৃহস্পতিবার রাঙামাটির সুখীনীলগঞ্জে উদ্বোধন করা হবে। এতে স্বরাষ্টমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

এছাড়া আজ বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সন্ধ্যায় সাড়ে ৭টায় ৩ পার্বত্য জেলার আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া সভায় এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং  অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্ট করন পুর্নবাসন সর্ম্পকিত চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা, সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, মহাপরিচালক, ডিজিএফআই/এনএসআই/ আনসার ও ভিডিপি/ বিজিবি ও র‌্যাব, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে।


 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions