বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটি জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদ নির্ধারন করবেন যারা

প্রকাশঃ ২৩ মে, ২০২২ ০২:৩৯:৪১ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৮:০২:৩৬  |  ১৩৬৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাল মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন। ১০ বছর পর হতে যাওয়া সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধান সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাউন্সিলকে ঘিরে নেতা কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পাশাপাশি চলছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা এবার গুরুত্বপুর্ণ সভাপতি ও সাধারন সম্পাদক পদে আসছেন। এর আগে ২০১২ সনের ৮ ডিসেম্বর রাঙামাটি জেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১৯৯৬ সন থেকে এখনো পর্যন্ত টানা ২৬ বছর ধরে জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব  পালন করছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। দীর্ঘ ২৬ বছর ধরে সভাপতি পদে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ কেউ প্রকাশ করেননি। তিনি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনকালে কয়েকবার সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। এবার কাউন্সিলের পরিস্থিতি ভিন্ন হওয়ায় সভাপতি পদে দাঁড়াচ্ছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সচিব পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। নিখিল কুমার চাকমা ইতিপুর্বে নানিয়াচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি  ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ব্যাক্তি হিসাবে তিনিও অসম্প্রদায়িক পাহাড়ী বাঙালীর কাছে তারও গ্রহণযোগ্যতা রয়েছে। এদিকে সভাপতি পদের মত সাধারন সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বর্তমান সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও সাবেক সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দীন। দীপংকর তালুকদার এমপির প্যানেলে সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও নিখিল কুমার চাকমার প্যানেলে বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দীন।

যদি ভোটাভুটি হয় তবে এই চারজনের ভাগ্যে নির্ধারণ করবেন ২৪৬জন কাউন্সিল। এরমধ্যে অনেকেই কাউন্সিলে যোগ দিতে রাঙামাটি শহরে চলে এসেছে। তাদেরকে নিজের পক্ষে ভিড়াতে অনেকে লাখ টাকায় ভোট কিনছেন বলে শোনা যাচ্ছে।
যারা ভাগ্যে নির্ধারণে ভুমিকা রাখবেন তারা হলেন-

লংগদু উপজেলা আওয়ামীলীগ থেকে
১.শহীদুর রহমান সাগর ২.সুভাষ চন্দ্র দাশ ৩.মীর সিরাজুল ইসলাম ঝান্টু ৪.আজগর আলী ৫.বাবুল দাশ বাবু ৬.রকি চাকমা ৭.আমিনুল ইসলাম ৮. আবু তাহের ৯.শফিকুল ইসলাম ১০.আবুল কাশেম ১১. মমতাজউদ্দিন
কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.হোসেন আলী মেম্বার ২.ফয়জুল আজিম ৩.আনোয়ারা বেগম ৪.আসমা বেগম ৫.শাহাদাত হোসেন শিবু

জেলা আওয়ামীলীগের উপদেষ্টাদের কো-অপশনকৃত কাউন্সিলর যারা-

১.ইসহাক সওদাগর,২.মীর মোহাম্মদ ইউনুস৩.আব্দুল হালিম,৪.আবুল কাশেম কন্ট্রাক্টর ৫.উ থোয়াই মিন ৬.করুনা মোহন চাকমা ৭.কালাচান চাকমা ৮.শাক্যমিত্র বড়–য়া ৯.যতীন্দ্রলাল তঞ্চঙ্গ্যা ১০.কাশেম খাঁ ১১.আব্দুল কাদের ১২.আবু বকর সিদ্দিকী ১৩.দীপক ভট্টাচার্য ১৪.চন্দ্র রাখাল দাশ ১৫.যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা ১৬.নব কুমার তঞ্চঙ্গ্যা

জেলা আওয়ামীলীগের কমিটি থেকে কাউন্সিলর যারা-
১.দীপংকর তালুকদার এমপি,২.চিংকিউ রোয়াজা,৩.রুহুল আমিন ৪.হাজী মোঃ কামালউদ্দিন ৫.নিখিল কুমার চাকমা ৬. অংচাপ্রু মারমা ৭. হাজী মোঃ মুছা মাতব্বর,৮.সন্তোষ কুমার চাকমা ৯.আব্দুল মতিন ১০.অ্যাডভোকেট রফিকুল ইসলাম ১১.মোঃ ইউসুফ ১২.রফিকুল মাওলা ১৩.মোফাজ্জল হোসেন মোল্লা ১৪.রফিক আহম্মদ তালুকদার ১৫.মোঃ হানিফ ১৬.মমতাজুল হক ১৭. অভয় প্রকাশ চাকমা ১৮.অরুন বিকাশ চাকমা ১৯.জেএফ আনোয়ার চিনু ২০.চিত্তরঞ্জন দাশ ২১. মোঃ শাহ আলম ২২.দীপক দেওয়ান ২৩.আবুল কাশেম ২৪.মোঃ হানিফ (চন্দ্রঘোনা) ২৫.মোঃ ইসহাক ২৬. স্মৃতি বিকাশ ত্রিপুরা ২৭.জ্যোতির্ময় চাকমা কেরল ২৮.মফিজুল হক(কাপ্তাই) ২৯.জমিরউদ্দিন ৩০.জাকির হোসাইন সেলিম ৩১.আব্দুল ওয়াদুদ ৩২.সাখাওয়াত হোসেন রুবেল,৩৩.আব্দুল করিম বালি ৩৪. জাহিদ আক্তার ৩৫.নুরুল আজম চৌধুরী ৩৬.রফিক তালুকদার (লংগদু) ৩৭.আমির হোসেন ৩৮.এসএম চৌধুরী ৩৯.জাফর আলী খান ৪০.সুচিত্র চাকমা ৪১.চারু বিকাশ চাকমা ৪২.লুৎফর রহমান ৪৩.শীলা রায় ৪৪.জাকির হোসেন চৌধুরী ৪৫.সোলায়মান চৌধুরী ৪৬.নিউ চিং মারমা ৪৭.জয়সেন তঞ্চঙ্গ্যা ৪৮.অমর কুমার তঞ্চঙ্গ্যা ৪৯.মিন্টু মারমা৫০.আনোয়ার হোসেন বাচ্চু,৫১.বাদল চন্দ্র দে ৫২.অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা ৫৩.শফিকুল ইসলাম ৫৪.বাবলা মিত্র ৫৫.আনোয়ার মিয়া ভানু ৫৬.মং উ চিং ময়না ৫৭.সমরেশ দেওয়ান ৫৮.তেøায়াং পাংখোয়া ৫৯.প্রদীপ বড়ুয়া

জেলা আওয়ামীলীগের হয়ে কো-অপশনকৃত কাউন্সিলর-

১.ডাঃ আশুতোষ বড়ুয়া ২.হাবিবুর রহমান হাবিব ৩.সনৎ বড়ুয়া ৪.মোতাহার হোসেন ৫.জসিমউদ্দিন তালুকদার ৬.নুরুউল্লাহ(কাপ্তাই),৭.কামরুল ইসলাম (কাপ্তাই),৮.আব্দুর রহমান (লংগদু),৯.সাইফুল ইসলাম সাইদুল,১০. শাহ এমরান রোকন ১১.মহিউদ্দিন মীর্জা রুমি ১২.মেহেদী আল মাহবুব ১৩.আরিফুর রহমান মানিক ১৪.মঈনুদ্দিন সেলিম কোম্পানী ১৫.আশীষ দাশ গুপ্ত

কাউখালী উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.অংসুই প্রু চৌধুরী ২.এরশাদ সরকার ৩.ক্যজাই মারমা ৪.হ্লাথোয়াই মারমা ৫.মনিরউদ্দিন ৬.মং মং মারমা ৭.কাজী কাউসার ৮.আলী হায়দার সিদ্দিকী ৯.দেলোয়ার হোসেন ১০.আলাউদ্দিন ১১.অং প্রু মারমা
কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.শামসুদ্দোহা চৌধুরী ২.ক্যচিং মারমা ৩.হাবিবুর রহমান ৪.রঞ্জন মনি চাকমা ৫.থুইমং মারমা

নানিয়ারচর উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.আব্দুল ওয়াহাব হাওলাদার ২.ইলিপন চাকমা ৩. ত্রিদিব কান্তি দাশ ৪.বাবুল কর্মকার ৫.সুজিত তালুকদার ৬.আবদুর রাজ্জাক ভূঁইয়া ৭.অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু

নানিয়ারচর উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১. আনসার আলী ২. অশি^নি কুমার দে ৩. ডা: বাবুল আইচ ৪.মো: শাহজাহান ৫.জনতা শেখর চাকমা

রাজস্থলী উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.উবাচ মারমা ২.পুচিমং মারমা ৩.লংবতী ত্রিপুরা ৪.সামশুল আলম

রাজস্থলী উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.উথিন সিন মারমা ২.পুলক বড়ুয়া ৩. উচসিং মারমা

জুরাছড়ি উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.প্রবর্তক চাকমা ২. জ্ঞানেন্দু বিকাশ চাকমা ৩. সিন্ধু প্রিয় চাকমা

জুরাছড়ি উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১. চিরঞ্জীব চাকমা ২. তপন কান্তি দে ৩.উজ্জ্বল চাকমা ৪.পল্লব দেওয়ান ৫. ঝর্না চাকমা

বাঘাইছড়ি উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১. বৃষকেতু চাকমা ২.হাজী আব্দুল শুক্কুর ৩.প্রিয়নন্দ চাকমা ৪. দীলিপ কুমার দাশ ৫.মোঃ আলী হোসেন ৬.দানবীর চাকমা ৭.মোঃ গিয়াসউদ্দিন ৮.মোঃ দেলোয়ার হোসেন ৯.মোঃ হোসেন ১০. রতন দাশ ১১. হাফেজ আহাম্মদ ১২. আয়েশা বেগম ১৩. তন্টুমনি চাকমা ১৪.পদ্মাদেবী চাকমা ১৫.আমেনা বেগম

বাঘাইছড়ি উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.মিলন ধর ২. আলামিন সওদাগর ৩.ডাঃ আনোয়ার ৪. অমর নাথ চাকমা

বিলাইছড়ি উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.অভিলাষ তঞ্চঙ্গ্যা ২. শেখ শহীদুল ইসলাম সাইদুল ৩.সুকুমার চক্রবর্তী ৪.রেমলিয়ানা পাংখোয়া

বিলাইছড়ি উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১. অংসাই কার্বারী ২.রাসেল মারমা ৩.শান্তিময় দেওয়ান ৪.বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ৫.পান্নু মিয়া

কাপ্তাই উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.অংসুই ছাইন চৌধুরী ২. থোয়াইচিং মং মারমা ৩. মোঃ ইব্রাহীম খলিল ৪.খালেকুন নুর সিকদার ৫. আবদুল লতিফ ৬.আনোয়ারুল ইসলাম বেবী ৭.বিদর্শন বড়ুয়া ৮.মাকসুদুর রহমান বাবুল ৯.দয়ারাম তঞ্চঙ্গ্যা ১০.অজয় কুমার সেন ১১.স্বপন বড়ুয়া ১২.আবদুল ওহাব ১৩.মোঃ হানিফ বাবুল ১৪.ধনা তঞ্চঙ্গ্যা ১৫.মোঃ নুর নবী ১৬. মংচ চিং মারমা

কাপ্তাই উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১. আবুল হাসেম সওদাগর ২. সাচিনু মারমা ৩. আকতার হোসেন মিলন ৪.দীপ্তিময় তালুকদার ৫. থুই চাই প্রু মারমা

রাঙামাটি সদর উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.হৃদয় বিকাশ চাকমা ২. সাধন মনি চাকমা ৩. দীপক বিকাশ চাকমা ৪.সুখময় চাকমা ৫.রিমি চাকমা ৬.নাসিরউদ্দিন ইউসুফ

রাঙামাটি সদর উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.পরিমল কান্তি চৌধুরী ২. সজল চাকমা ৩. মানিক্য কিশোর চাকমা ৪. জগৎ জ্যোতি চাকমা ৫. আলোসোনা চাকমা

বরকল উপজেলা থেকে কাউন্সিলর যারা-
১.ডা: নজরুল ইসলাম ২.প্রভাত কুমার চাকমা ৩. সবির কুমার চাকমা ৪.মোতালেব মুন্সি ৫. নাসিরউদ্দিন মহারাজ ৬.সিং হেইন রাখাইন ৭.হৃদয় রঞ্জন চাকমা ৮. লোকমান হোসেন

বরকল উপজেলা থেকে কো-অপশনকৃত কাউন্সিলর যারা-
১.দুলাল তালুকদার ২. বনলতা চাকমা ৩. গণেশ মজুমদার

বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ থেকে কাউন্সিলর যারা-
১.জমির হোসেন জমির ২.আতাউর রহমান ৩.মনসুর আলী ৪. সিকু চাকমা

বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ থেকে কো-অপশকৃত কাউন্সিলর যারা-
১.মোঃ আব্দুল লতিফ (বীর মুক্তিযোদ্ধা) ২. সজল কান্তি দে ৩. মো: সিরাজুল ইসলাম ৪. সুজিত চাকমা সিজি ৫.মো: সোলাইমান

রাঙামাটি পৌর আওয়ামীলীগ থেকে কাউন্সিলর যারা-
১. মো: মঈনুদ্দীন ২. মাহাফুজুর রহমান ৩. তুষার কান্তি পাল ৪.মো: মনসুর আলী ৫.উসাং মং ৬. আবু সৈয়দ ৭.শাহ ফারুক পিন্টু ৮.সাধন মনি চাকমা ৯.সুকান্ত দাশ ১০. রোকসানা আক্তার ১১. সন্তোষ কুমার চাকমা ১২. সুজিত কুমার দাশ

রাঙামাটি পৌর আওয়ামীলীগ থেকে কো-অপশকৃত কাউন্সিলর যারা-
১.নাসিরউদ্দিন তালুকদার ২. প্রভু রঞ্জন চাকমা ৩. মফিজুল আলম ৪. ধর্মরাজ তঞ্চঙ্গ্যা ৫. এসএম জাফর

মোট ২৪৬ জন কাউন্সিল আগামীতে আওয়ামীলীগ নেতৃত্ব গঠিত হওয়ার ক্ষেত্রে ভুমিকা রাখবেন। তবে দেখার পালা আওয়ামীলীগের নেতৃত্বে পুরাতন মোড়কে নতুন নেতৃত্বে আসছে নাকি নতুন চমক থাকছে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions