শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটির

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জনের মনোনয়নপত্র বৈধ

প্রকাশঃ ১৯ মে, ২০২২ ১১:৩৯:৫৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:০৩:৫২  |  ৬৬৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে আজ বৃহস্পতিবার ছিলো মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন। মেয়র পদে লড়াই করতে ৩জন মনোনয়ন এবং  ৯টি ওয়ার্ডে সংরক্ষিত পদে ৮জন এবং সাধারন পদে ২৩জন মনোনয়ন পত্র জমা দেন।

আজ সকালে মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী জমির হোসেন ও  পার্বত্য নাগরিক পরিষদের স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজার মনোনয়ন বৈধ এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর  রহমানের হলফনামা ভুল তথ্য থাকায় সেটি বাতিল করা হয়। তবে আপীল করবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে ৯টি ওয়ার্ডে সংরক্ষিত পদে ৮জন এবং সাধারন পদে ২৩জন মনোনয়ন পত্র বৈধ বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা । 

নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আজ ১৯ মে মনোনয়ন পত্র যাচাই- বাছাইয়ের শেষদিন,  প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ১৫ জুন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন । সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। মোট ভোট কেন্দ্র ০৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ৫ টি।

বাঘাইছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত  রির্টানিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন,বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions