শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের ২২তম সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি প্রান্ত রনি, সম্পাদক নিউটন চাকমা

প্রকাশঃ ১৭ মে, ২০২২ ০৩:২১:০৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:০৫:২৮  |  ৭২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “বলিষ্ঠ কন্ঠে ভাঙতে শোষণ সাত দশকের ইতিহাস করেনি শোষণ” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে আজ মঙ্গলবার  ছাত্র ইউনিয়নের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ। সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা কমিউনিষ্ট পাটির সভাপতি সমীর কান্তি দে।

রাঙামাটি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার স্বৈরাচারী কায়দায় ছাত্র রাজনীতিকে ধংস করে দিচ্ছে। একই সাথে শিক্ষাকে বাণিজ্যিক করণের চরম পর্যায়ে নিয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণতন্ত্রের গলা টিপে ধরে লুটপাটের রাজত্ব তৈরী করছে। এসব অন্যায়ের বিরুদ্ধে ঐকবদ্ধ আন্দোলনের বিকল্প নাই।

অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা, পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠন করা হয়। এতে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের  সভাপতি  প্রান্ত রনি ও সাধারন সম্পাদক পদে নিউটন চাকমা নির্বাচিত হন। অন্যরা হলেন- সহ-সভাপতি সুমন বড়ুয়া, সহকারী সাধারণ সম্পাদক সুমন চাকমা, সাংগঠনিক সম্পাদক তূর্য দত্ত, কোষাধ্যক্ষ বল্লাল সেন চাকমা, দপ্তর সম্পাদক রিকোরস চাকমা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসমা সুলতানা, .প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অরক বড়ুয়া,  সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল বিকাশ চাকমা, ক্রীড়া সম্পাদক অমিত দে, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অকাশ দে ও সদস্য অভিজিৎ বড়ুয়া।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions