বান্দরবানে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২২ ০৭:৪০:২৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৩:৫৩:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে  অস্ত্র ও মাদকসহ ১জনকে গ্রেফতার করেছে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১৭জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর বান্দরবানের একটি আভিযানিক দল বান্দরবানের আলীকদমের ওয়াপদা গেট সংলগ্ন হুমায়ন মার্কেটের সামনে একটি অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আলীকদমের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল হকের পুত্র মোহাম্মদ শাহিন সরওয়ার (৪৫) কে গ্রেফতার করে র‌্যাব। এসময় নজরুল ইসলাম (৩২) ও মো.ফরিদ (৪৫) নামে ২জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে র‌্যাবের সদস্যরা মোহাম্মদ শাহিন সরওয়ার এর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি দেশীয় এলজি এবং ১৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)  মো.আবু সালাম চৌধুরী জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions