নানিয়াচরে সেনা অভিযানে একে ৪৭ সহ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২১ ০৮:৩৬:২৪ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৮:৫২:০৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়াচরের জোনের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরা এলাকায়  ইউপিডিএফের একদল সন্ত্রাসী ভারি অস্ত্রসহ ক্যাম্প স্থাপন করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার ভোরে নানিয়াচরের জোনের সেনা সদস্য ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মালামাল রেখে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি চায়না একে ৪৭, ম্যাগাজিনসহ ১৮ রাউন্ড গুলি, অটোমেটিক চায়না পিস্তল, একটি দেশীয় এলজি, ৩টি মুল ইউপিডিএফের সেট, ওয়াকিটকি, নগদ ২, ৪৯,১১৮টাকাসহ সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল নানিয়াচর থানায় হস্তান্তর করা হয়।

নিরাপত্তা বাহিনী থেকে বলা হয়, পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions