খাগড়াছড়িতে শেখ রাসেল প্রমিলা ফুটবলে চ্যাম্পিয়ন চেঙ্গী উপবন সমিতি

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২১ ০১:৩৫:০৬ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১০:০২:১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শেখ রাসেল প্রমিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পানছড়ির চেঙ্গী উপবন সমবায় সমিতি। আজ (বৃহস্পতিবার) টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেঙ্গী উপবনের কিশোরীরা ১-০ গোলে হারিয়েছে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন থুইমনা মারমা।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্টে অর্থায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। জেলার ৮টি প্রমিলা দল এতে অংশ নেয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জুয়েল চাকমা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions