মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২১ ০১:৩৬:৩১ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৭:৫১:১৫

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ হেলথ ওয়াচ এর তত্বাবধানে স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র  আয়োজনে এক আলোচনা সভা ও স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন করা হয়।


আজ  রোববার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ির ২৪ মাইল নামক এলাকার বেম্বো রেষ্টুরেন্টে জাবারাং কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা’র সঞ্চালনায়  খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা (অব:) সাধন কুমার চাকমা’র সভাপতিত্বে স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠিনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 এসময় উপস্থিত ছিলেন, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচ এর কর্মসূচী কর্মকর্তা রাজেশ কুমার অধিকারী, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন,  মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী, সাবেক সিন্দুকড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামের কারবারী, হেডম্যান, শিক্ষক, স্থানীয় স্বেচ্ছাসেবী যুবসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আলোচনায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিসহ উপজেলার তৃণমূল পর্যায়ে চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করেন।


আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজান পাটোয়ারীকে সভাপতি ও সংবাদকর্মী মিল্টন চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions