বান্দরবানে ৯২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৩৯:২২ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০২:৫০:৫০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ৯২ হাজার ৫০০পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ।

পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ৩নং ঘুমধুম ইউপির ৫নংওয়ার্ড এর বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক হইতে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করে আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার এর বাসিন্দা মৃত দুনু মিয়ার পুত্র মঞ্জুর আলম (৩২) এবং  কক্সবাজারের উখিয়া থানার বাসিন্দা আলী আহমদ এর পুত্র  নুরুল আলম (২৯)।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে তল্লাশি করে ৯২,৫০০(বিরানব্বই হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়েছে যার প্রাথমিক বাজারমুল্য ২,৭৭,৫০,০০০ (দুই কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার)টাকা। পুলিশ আরো জানায়,এসময় ইয়াবা ট্যাবলেট বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা  জব্দ করা হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান,৯২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করা হয়েছে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions