বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র

প্রকাশঃ ১০ মার্চ, ২০২১ ১২:৫৮:১৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৩১:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনালে রাঙামাটি ভোলকান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

টুর্ণামেন্টের ফেভারিট দল হয়েই মাঠে নামে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।  ভোলকান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভোলকান ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইনিংস শেষ করে।

অন্যদিকে ১১৪ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে খুব বেশী বেক পেতে হয় নাই। ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় মুক্তিযোদ্ধা। ম্যাচ সেরা হন মুক্তিযোদ্ধা ক্রীড়ার উইকেট কিপার ইফতি।

সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা সিরিজ হয় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের মোবারক হোসেন লেমন।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মীর মোদদাছের। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি সুনীল কান্তি দে, হাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম।

উল্লেখ্য বিগত ২৮ ফেব্রয়ারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আরম্ভ হয়। টুর্ণামেন্টে রাঙামাটি শহরের ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions