পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড চালু রাখতে ইট ভাটার ইট বিক্রি চালুর দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ০৫ মার্চ, ২০২১ ০২:২৪:০৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:৪৮:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য চট্টগ্রামের ইট ভাটার ইট বিক্রি চালুর দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে  রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা ঠিকাদার সমিতি, পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক ও লোড আনলোড নৌ পরিবহন শ্রমিক সমিতির যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগর, মাঝি মোল্লা সমিতির মোঃ শাহজাহান, রাঙামাটি শ্রমিক কল্যাণ সমিতির মোঃ আব্দুস সাত্তার, রাঙামাটি ট্রাক টার্মিনালের ঠিকাদার মোঃ ছাওয়াল উদ্দিন, রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, সরকার ইট ভাটার মালিকদের আধুনিক ইট স্থাপনের কথা বললে ভাটার মালিকরা ইট ভাটা বন্ধ করে দেয়। রাঙামাটিতে চলমান উন্নয়ন কাজের বেশীর ভাগ ইট আসে চট্টগ্রাম থেকে, কিন্তু ইট ভাটার মালিকরা ইট বিক্রয় বন্ধ করে দেয়ায় উন্নয়ন কাজসহ বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে আলোচনার মাধ্যমে সমাধান পূর্বক ইট বিক্রি চালু করার দাবি জানানো হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions