রাঙামাটিতে আদা চাষীদের মধ্যে রুপালী ব্যাংকের ঋন বিতরণ

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:১১:৪৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:৪৯:১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ রাঙামাটিতে আদা চাষে কৃষকদের মাঝে ৪% হার সুদে কৃষি ঋণ বিতরণ করেছে রুপালি ব্যাংক লিমিটেড।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারী) রুপালী ব্যাংক লিমিটেডের বাস্তবায়নে ও এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে কৃষকদের মাঝে এ কৃষি ঋন বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও রুপালী ব্যাংক লিমিটেডের ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মসলা বিষয়ক প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, রুপালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার এসএম দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কৃষকদের প্রতি সরকার আন্তরিক হয়। আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার। পার্বত্য অঞ্চলে কৃষি খাতের ব্যাপক সম্ভাবণাময় অঞ্চল হিসেবে গড়ে উঠেছে আদা চাষ। আদা চাষ স্বল্প খরচে লাভজনক একটি ফলস। তাই কৃষকদের আদা চাষে উৎসাহিত করতে এ প্রকল্প গ্রহন করে রুপালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এসময় দাতা সংস্থার নেতৃবৃন্দরা কৃষকদের ঋনের টাকা কৃষিখাতে সঠিকভাবে ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে, প্রথম পর্যায়ে ৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন অংকে ৪% হার সুদে ৫০ লক্ষ টাকা করে কৃষি ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলায় উক্ত কর্মসূচির আওতায় রুপালী ব্যাংক লিমিটেড ৫০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫কোটি টাকা ঋন প্রদান করবে।

উল্লেখ্যঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৫ এপ্রিল ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে কৃষকদের জন্য দেওয়া প্রণোদনা প্যাকেজের সুদ হার কমিয়েছে বাংলাদশ ব্যাংক। আগে ঘোষণা দেওয়া হয়েছিল কৃষকেরা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন, আজ তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ পাচ্ছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions