লংগদুতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:১১:১২ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৩৩:২০
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙামাটির লংগদু উপজেলাতেও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে ম্যারাথন শুরু হয়ে আলতাফ মার্কেট গিয়ে পুনরায় লংগদু উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

উক্ত ম্যারাথনে লংগদু জোন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের প্রায় ১ হাজার ৫০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

ম্যারাথনে লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বিভিন্ন বাহিনীর প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর আয়োজনের পাশাপাশি সার্বিক সহযোগিতা করে লংগদু জোন ও উপজেলা প্রশাসন। ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান
সমাপ্তি ঘটে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions