রাঙামাটিতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচী অব্যাহত

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০১:০৩:৫০ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৫:৩৭:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও চলছে  করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) প্রদান কর্মসুচী। প্রতিদিনকার মত মঙ্গলবার সকাল থেকে সদর হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেনানিবাস এলাকায় চলে  টিকা প্রদানের কার্যক্রম। সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সরকারি ক্যাটাগরিতে বেঁধে দেয়া নিয়মে নিবন্ধন করে  টিকা গ্রহণ করছেন আগ্রহীরা। তবে টিকার সংখ্যা কমে আসায় রেজিষ্ট্রেশনের পর যারা এসএমএস পেয়েছেন কেবল তারাই টিকা পাচ্ছেন।

রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, রাঙামাটিতে আজ পর্যন্ত ২৫,৩১৬জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ পর্যন্ত ১৩,৩৯৩ জনকে টিকা দেয়া হয়েছে। রাঙামাটিতে স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া প্রথম ডোজের টিকা শেষ হওয়ায় চট্টগ্রামের রাউজান থেকে ২০০ ডোজের টিকা আনা হয়েছে, এতে ১৯০০জনকে টিকা দেয়া হচ্ছে। 

রাঙামাটি জেলার ৪৩টি বুথে একই সাথে টিকাদান কর্মসুচী অব্যাহত রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions