রাবিপ্রবির উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২২:৫৫ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ০৩:৩০:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ২১শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীগণ রাত ১২:০১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাবিপ্রবি পরিবারের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন। আজ সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয়ে এবং ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

তাছাড়া, জাতির ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া, ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যূরালে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।

মহান ২১শে ফেব্রুয়ারি ২০২১ – এ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কেন্দ্রীয় লাইব্রেরী শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর  জুয়েল সিকদার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions