লংগদুতে পান বিক্রেতার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২১ ১০:২০:১৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৪:৩৯:২০
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে গভীর রাতে এক পান বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সকালে একজনকে আটক করেছে লংগদু থানা পুলিশ।

ছিনতাইয়ের শিকার পান বিক্রেতা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চারটার দিকে মোটরসাইকেল যোগে প্রতিবেশিসহ দিঘীনালা উপজেলার বাবুছড়া এলাকায় পান কেনার উদ্দেশ্যে রওনা দেন, পথে হরকুমার কার্বারীপাড়া এলাকায় দুজন মুখোশধারী ছিনতাইকারী ছুরি ও লাঠিশোঠা নিয়ে মোটর সাইকেলের গতি রোধ করে। এসময় সঙ্গে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমি হরকুমার কার্বারীপাড়া আর্মি ক্যাম্পে এসে বিষয়টি জানালে তারা মোটরসাইকেল চালককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে এবং সকালে পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, ভোর রাতে পরিকল্পিতভাবে পান বিক্রেতার টাকা ছিনতাই করা হয়েছে। ইতিমধ্যে মোটর সাইকেল চালক নাছির উদ্দিন (২০)কে আটক করা হয়েছে। এছাড়াও ছিনতাইকরা টাকার ৭০ হাজার উদ্ধার হয়েছে। ঘটনার সাথে জড়িত আরো তিন আসামীকে চিহ্নিত করা হয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions