শান্তিচুক্তির বর্ষপূতিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২০ ০৪:১০:০৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৮:১৪:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন অুনষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ৬৯পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্বাবধানে ও ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পেইন অুনষ্ঠিত হয়।

এসময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এসময় মেডিসিন,ডেন্টাল,গাইনি ,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বান্দরবান জেলা সদরের বিভিন্ন গরীব ও অসহায় জনসাধারণ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে এসে এসময় চিকিৎসা সেবা গ্রহণ করে।

এদিকে শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বিকেলে বান্দরবান স্টেডিয়ামে রয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions