রাঙামাটিতে মৎস্যজীবি লীগ’কে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি পালন

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২০ ১০:১১:৩৮ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:৫৬:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ’কে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চিংকিউ রোয়াজা।

রাঙামাটি জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত বড়–য়া, জেলা মৎস্যজীবিলীগের সদস্য মোঃ ইসহাক, মোঃ সেলিম, শ্যামল চৌধুরী, শাহনাজ, স্বপন দাশ, ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চিংকিউ রোয়াজা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। জাতির পিতার স্বপ্ন পূরণে, সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে কাজ করতে হবে দলের নেতাকর্মীদের। দল যদি শক্তিশালী না হয়, সরকার কোনোদিনও শক্তিশালী হবে না। শক্তিশালী শেখ হাসিনার সরকারের জন্য শক্তিশালী আওয়ামী লীগের সহযোগী সংগঠন অপরিহার্য। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান।

পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ’কে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে এক বছর পূর্তি উদযাপন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions