রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২০ ১০:৩৮:০০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:০৯:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের রাঙামাটি কমান্ডের আহবায়ক নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সভাপতি শেখ আতিকুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল শুক্কর তালুকদার, রাঙামাটি সদর থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, রাঙামাটি জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ । বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফারহানা আক্তার সুমি।

সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযেদ্ধের চেতনা বাস্তবায়ন ও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধভাবে লড়াই করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের  পরিবারের উপর নেক্কারজনক হামলার  প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করেন বক্তারা। পাশাপাশি চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশে হামলার জন্য দায়ী বাঁশখালির এমপির বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন বক্তারা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions