লংগদুতে নব নির্মিত মাইনীমুখ - গাঁথাছড়া ব্রিজ পরিদর্শনে নব বিক্রম কিশোর ত্রিপুরা

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২০ ১০:৩৯:৫৯ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৪৯:৩০
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়নের প্রকল্প নিয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের অনুন্নত এলাকাগুতে ব্রিজ, রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ক্যায়াং, গীর্জা সহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়ন করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর), সকালে লংগদু উপজেলার কাচালং নদীর উপর নব নির্মিত মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সহধর্মিনীসহ নৌ-পথে লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় পৌছলে তাঁকে ইউনিসেফ পাড়া কেন্দ্রের কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এরপর তিনি সেতু পরিদর্শণ করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও যুগ্ন সচিব আশীষ কুমরা চৌধুরী, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮ও ৯ নং ওয়ার্ডের প্রায় দশ হাজার বাসিন্দাদের যাতায়তের সুবিধার্থে পার্বত্য ”ট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২৩ কোটি টাকা ব্যায়ে কাচালং নদীর উপর প্রায় ৫শত মিটার দৈর্ঘ সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হওয়ায় পার্বত্য ”ট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সেতুটি পরিদর্শন করলেন। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions