রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গ্রামীন ব্যাংকের কর্মকর্তা নিহত

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২০ ১২:১৮:৫১ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ১১:১৮:০৮
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সোমবার রাত আনুমানিক নয়টায় হঠাৎ গ্যাস  সিলিন্ডার বিস্ফোরনে বাঙ্গালহালিয়া শাখা গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানজার  সেকান্দর( ৪০) নামক এক  ব্যক্তি নিহত হয়েছে। সে চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলিগ্রামের মৃত আবদুল গনির ছেলে বলে জানা গেছে।

৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিঞমং মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালুকদার বিল্ডিংয়ে গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানজারেরর বাসায় সিলিন্ডার বিস্ফোরন হয়ে ম্যানজার মারা যায়। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী তার ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হবে বলে ওসি জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions