খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জালের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২০ ০৫:৪৪:৪৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:১৯:৩০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সাবেক এক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে সরকারি ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক ঠিকাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির বিশেষ জজ রেজা মো. আলমগীর হাসানের আদালতে মামলাটি দায়ের করেন দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার। 

খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের জুন মাসে খাগড়াছড়ির সিভিল সার্জনের কার্যালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য ঠিকাদার জসিম উদ্দিনের যোগসাজশে সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করে ৪ টি গাড়ি মেরামতের জন্য ১২ লাখ টাকার কার্যাদেশ তৈরী করে ভুয়া বিল বানিয়ে দুর্নীতি মাধ্যমে সরকারি টাকা আত্মসাত করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions