কাপ্তাইয়ে পরিচ্ছন্নতা সরঞ্জামাদি বিতরণ করলেন রাঙামাটি জেলা প্রশাসক

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২০ ০৬:১৪:৩১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৫১:৪২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে মুজিব বর্ষে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে ‘এলজিএসপি -৩’ এর অর্থায়নে নতুন বাজার ও জেটিঘাট বাজারে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ই অক্টোবর) সকালে কাপ্তাই ইউপি মিলনায়তনে ১টি টমটম গাড়ী, ২০টি প্লাস্টিকের ডাস্টবিন, কোদাল-বেলচাসহ পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে পোষাক বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে অনেকদূর। ঢাকা-চট্টগ্রামের ন্যায় প্রতিটি সেবা যেন উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামে সমপরিমাণে ভোগ করা যায় সেই লক্ষেই কাজ করছি আমরা। এই আয়োজন নিঃসন্দেহে সমাজ পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। কাপ্তাই সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি আ.লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির লি. এর সভাপতি জয়নাল আবেদীন, সা. সম্পাদক একরামুল হক এবং জেটিঘাট বণিক কল্যান সমবায় সমিতির সা. সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিম উদ্দিন সহ আরও অনেকে। পরে জেলা প্রশাসক কাপ্তাই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions