বান্দরবানে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২০ ০৯:৫৯:১৮ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১২:৩৪:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে শুরু হয়েছে কারাতে প্রশিক্ষণ । ১৮ অক্টোবর (রবিবার) বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই কারাতে প্রশিক্ষনের শুরু হয়।

এসময় কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ জসিম উদ্দিন ও আওলাদ হোসেনসহ প্রমুখ।

জানা যায়,জাতীয় কারাতে প্রতিযোগীতায় বান্দরবান জেলার হয়ে অংশগ্রহন করার জন্য জেলার মোট ৩০জন প্রশিক্ষনার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে আর এদের মধ্যে যাচাই বাচাই শেষে ১৮ জনের একটি টিম তৈরি করে  আগামী ডিসেম্বর মাসে জাতীয় কারাতে প্রতিযোগীতায় নেয়া হবে ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions