জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২০ ০৫:২৮:১৪ | আপডেটঃ ১০ মে, ২০২৪ ০৪:১৩:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শনিবার বিকাল ৪ ঘটিকায় রাঙামাটি পৌরসভার কনফারেন্স কক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার আহবায়ক নূর আজাদ চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন,  বঙ্গবন্ধু কোন সাধারন মানুষ নয় তিনি নিজেই একটা ইতিহাস। যার কারনে আমাদের স্বাধিনতা। মুত্তিযুদ্ধের চেতনায় যাতে আগামী প্রজন্মে বাংলাদেশ গড়ে তুলতে পারে সে জন্য আহবান জানান। পাশাপাশি জেলা কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্টুর মৃত্যুতে রাঙামাটি জেলার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কেউ শ্রদ্ধা জানাতে না যাওয়ায় ক্ষোভ জানান।

আলোচনা সভার প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধুর কাছেই আইয়ুব খান- ইয়াইয়া খানের মত রাক্ষসদের মাথা নত করতে হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই সংগ্রাম করে দেশ স্বাধিন করা হয়েছে।

প্রধান অতিথি হাজী কামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন দেশে শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে হবে না বঙ্গবন্ধুকে লালন করতে হবে সাথে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল মগ, বীর মুক্তযোদ্ধা শফিউল কাদের, বীর মুক্তিযোদ্ধা সুধীর মজুমদার, বীর মুক্তিযোদ্ধা পরিমল কান্তি চৌধুরী, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সন্তান কমান্ডের সদস্য জুয়েল বড়ুয়া, দিলীপ মজুমদার, এ্যাড. মামুন ভুঁইয়া, সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী।

জাতীয় শোক দিবসের সকালে রাঙামাটির বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions