বান্দরবানে মোট আক্রান্ত ৫৫৪ জন, সুস্থ হলেন ৪১৩জন

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০২০ ০৪:১১:১৮ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৫:২১:৪৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে করোনা ভাইরাসে এই পর্যন্ত আক্রান্ত হলো সর্বমোট ৫৫৪ জন আর  চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে ৪১৩জন ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৫৪ জন আর ৪১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১০জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩হাজার ৯শত ৯৮ জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৩ হাজার ৬শত ৭৮ জনের, এদের মধ্যে ৫৫৪জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions