লংগদুতে বজ্রপাতে গরুসহ গৃহিনীর মৃত্যু

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২০ ০৬:০০:০২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:৩৪:০৮
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুটি গরু সহ এক গৃহিণী মৃত্যু বরণ করেছে।

বৃহস্পতিবার (৩০জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০ দিকে লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শ গ্রাম মোজিলা পাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহিমের স্ত্রী মোছাম্মদ দুলু বেগম (৪৫) বজ্রপাতে নিহত হন। এসময় একই ঘরের বারান্দায় থাকা দুটি উন্নত জাতের গবাদি পশুরও মৃত্যু হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, যখন বৃষ্টি হচ্ছিলো তখন তিনি ঘরের বারান্দায় বৃষ্টির পানি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, হঠাৎ আকাশে বিজলি চমকালে সাথে থাকা উনার মেয়ে ঘরে চলে যায়। কিন্তু মাকে আসতে না দেখে সে পুনরায় দেখে তার মা বারান্দায় পড়ে আছে। মেয়েটি পাশে থাকা তার ভাইকে বিষয়টি জানালে মৃত বমহিলার ছেলে এসে তাকে ঘরের ভিতরে নেয়। ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions