করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবানে তথ্য অফিসের জনসচেতনতামূলক সড়ক প্রচার

প্রকাশঃ ১১ জুলাই, ২০২০ ০২:০০:৩২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:০৭:২০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি রোধে বান্দরবান জেলা তথ্য অফিস এর উদ্যোগে বান্দরবান সদর, রুমা ,রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ন স্থানে ব্যাপক জনসচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

বান্দরবান জেলার তথ্য অফিসার কে.এম.খালিদ বিন জামান জানান, করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে বান্দরবানে জনগণকে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চলমান রেখেছে বান্দরবান জেলা তথ্য অফিস, জনসচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম চলছে।  বান্দরবান জেলা তথ্য অফিসের কর্মচারীরা বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশে গত ৮মার্চ প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়। তখন থেকেই তথ্য মন্ত্রণালয় অধীন গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় এই প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বান্দরবান জেলা তথ্য অফিসার নিশ্চিত করেন । তিনি আরো জানান, ব্যাপক প্রচার কার্যক্রম অব্যাহত থাকায় দেশের অন্যান্য জেলার তুলনায় বান্দরবানে কোভিড-১৯ পরিস্থিতি তুলনামূলকভাবে এখনও নিয়ন্ত্রনে রয়েছে এবং জনগণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions