লংগদুতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশঃ ১১ জুলাই, ২০২০ ১২:৩৭:১২ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:১৯:২০
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় করোনা মোকাবিলায় কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) লংগদু সেনা জোনের অধীনস্থ শিমুলতলী, জোড়াপানিছড়া ও ইয়ারাংছড়ি গুচ্ছগ্রামে বসবাসরত ৮০টি বাঙালি ও ১৭০টি পাহাড়ী সহ মোট ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

দুর্গম পাহাড়ী জনপদে গরীব, অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে-ঘরে ত্রাণ পৌছে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ, পিয়াজ, আলু, সুজি, বিস্কুট ও সাবান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় জনসাধারণ এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত।

এই ত্রাণ বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের উপ অধিনায়ক মেজর এ.কে.এম মাহমুদুল হাসান, ক্যাপ্টেন জেট.এম রেজোয়ানুল ইসলাম, ক্যাপ্টেন খালেদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions